ঢাকার ধামরাই পৌর এলাকায় করোনাভাইরাস নিয়ে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়েছেন পৌরসভার মেয়র গোলাম কবির। তেমনি রাতের আধাঁরে ঘরে ঘরে খাদ্যসামগ্রীও দিয়েছেন তিনি।
দেশের এ ক্রান্তিলগ্নে ধামরাইবাসীকে করোনা থেকে রক্ষা করতে নিজ হাতে মাইক নিয়ে সকলকে ঘরে থাকার পরামর্শ দেন তিনি। যারা হোম কোয়ারেন্টিনে থেকেছেন এরকম প্রায় ৭ হাজার পরিবারের মাঝে তিনি শুভেচ্ছা উপহার সামগ্রী পাঠিয়েছেন । এ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চা, মুড়ির প্যাকেট ও উন্নতমানের বিস্কুট।
পৌরবাসীরা জানিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে মেয়র গোলাম কবির ধামরাইবাসীকে নিয়ে করোনা প্রতিরোধে যেভাবে মাঠে নেমেছে তাতে ধামরাইয়ে তিনি মডেল হয়ে থাকবেন।
মেয়র গোলাম কবির বাংলাদেশ প্রতিদিনকে জানান, জনসচেতনতায় বেঁচে যেতে পারে ধামরাইবাসী। তাই নিজের জন্য নয়, ধামরাইবাসীকে করোনার হাত থেকে রক্ষা করতে তার এই পরিশ্রম।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ