মাদারীপুরের কালকিনিতে শ্বাসকষ্টে রেবা আক্তার (৪০) নামে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার ভোররাতে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।
করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে একটি বাড়ি লকডাউন করে দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে মাদারীপুরের সিভিল সার্জন জানান, উপজেলার রমজানপুর ইউনিয়নের চড়াইলকান্দি গ্রামের দুবাই প্রবাসী জাফর হাওলাদারের স্ত্রী রেবা আক্তার ৩/৪ দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে শুক্রবার সন্ধ্যায় তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই তিনি রাতে মারা যান।
এ খবর পেয়ে করোনাভাইরাসের উপসর্গ থাকায় উপজেলা স্বাস্থ্য বিভাগ পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। এ ঘটনায় মৃত ব্যক্তির বাড়ির চারটি পরিবারকে লকডাউন করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম