চাষকৃত গাঁজার গাছসহ পটুয়াখালী সরকারি কলেজের এক ছাত্রকে আটক করেছে র্যাব। আজ শনিবার সকালে সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিসাখালি গ্রামের ওই ছাত্রের বাড়্রিতে অভিযান চালায় র্যাব। আটক ছাত্র রিয়াজ ফকির (২২) ওই গ্রামের আশরাফ আলী ফকিরের ছেলে। রিয়াজ পটুয়াখালী সরকারি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র বলেও জানায় র্যাব।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, ক্যাম্পের একটি অভিযানিক দল খবর পেয়ে খলিশাখালি গ্রামে রিয়াজের বাড়ীতে অভিযান চালিয়ে তাদের পুকুর পাড়ে টবে লাগানো ৫টি গাজার গাছ উদ্ধার করা হয়। এ সময় গাজা চাষী রিয়াজ ফকিরকে আটক ও গাঁজার গাছ জব্দ করা হয়।
তিনি আরও জানান, রিয়াজ সরকারি কলেজের ছাত্র। সে একজন মাদকসেবী এবং সে দীর্ঘদিন যাবত বাড়িতে গাঁজার চাষ করে আসছে। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ