'ঘরে থাকুন। সুস্থ থাকুন। নিজে নিরাপদ থাকুন। অপরকে নিরাপদ রাখুন। গন জমায়েত এড়িয়ে চলুন।'-এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীতে ৩ শতাধিক অসহায় গরিব দুস্থ ও নিন্ম মধ্যবিত্তদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
আজ শনিবার সকাল থেকে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নির্দেশে চিনিশপুরে ৩ শত পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা। পর্যায়ক্রমে সর্বমোট ১২ শত পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হবে।
কোভিড-১৯ এর দূর্যোগ ও নরসিংদী লকডাউনের ফলে গৃহবন্দী হয়ে পড়ছে মানুষ। বিপাকে পড়েছে অসহায় গরিব দুস্থ ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো। কর্মহীন থাকায় আর্থিক অসচ্ছলতার পাশাপাশি খাবারের অভাব দেখা দেয়। এই বিষয়টি মাথায় রেখে জেলা বিএনপির সহযোগীতায় চিনিশপুর ইউনিয় বিএনপির পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়। প্রথম ধাপে ৩ শতাধিক পরিবারের মাঝে দেয়া হলেও পরবর্তীতে পৌরশহরসহ প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানা যায়।
খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা, জেলা মৎস দলের সভাপতি হাবিবুর রহমান মিলন, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি স্বপন ভূইয়া, যুগ্ম সম্পাদক জহির মীর,জেলা যুবদলের নেতা বিল্লাল হোসেন ভূইয়া, তানজিল ভূইয়া,পনির হোসেন ভূইয়া, সজিব ভূইয়া, আবুল হোসেন ভূইয়া, রাজিব ভূইয়া, মোজাম্মেল হোসেন ভূইয়া, শাখায়াত হোসেন, রাব্বি ভূইয়া, আক্তার, মনির, রাহাতসহ বিভিন্ন স্তরের নেত্রীবৃন্দ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ