করোন ভাইরাসের প্রাদুর্ভাবে পুরো জেলা লকডাউন। এমন পরিস্থিতিতে বিপর্যস্ত হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো। যারা অনেকেই দিন কাটাচ্ছে অর্ধাহারে-অনাহারে। এর মধ্যে অনেকেই মুখ ফুটে বলতে পারছে না তার কষ্টের কথা। এমন লোকদেরকে খুঁজে খুঁজে বের করে উপহার দিচ্ছে ‘সাহায্যের হাত’ সংগঠনের কর্মীরা।
গতকাল শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল, পাইনাদী নতুন মহল্লাসহ বিভিন্ন এলকায় এসব অসহায় পরিবারগুলোকে খুঁজে খুঁজে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে উপহার ব্যানারের খাদ্যসামগ্রী।
সংগঠনটির সদস্যরা জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা মানুষকে সচেতন করার জন্য হাত ধোঁয়া, জীবাণুনাশক স্প্রে ও ঘরে থাকার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছি। দেশপ্রেমে ব্রতী হয়ে ২০১৭ সাল থেকে অসহায় ও দুস্থদের জন্য কাজ করে যাচ্ছি আমরা। যতটুকু পারছি, মানুষের জন্য কাজ করে যাচ্ছি আমরা।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ