নরসিংদীর চরাঞ্চলে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। আপন সহোদর ও তার সহযোগীরা হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের মা ও খালা। সদর উপজেলার চরাঞ্চল বাউশিয়া গ্রামে শুক্রবার রাতে নিহতের নিজ বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত রবিন (২৮)কে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত রবিন মিয়া বাউশিয়া গ্রামের গান্ধী মিয়ার ছেলে। এদিকে মৃত্যুর খবরে কান্নায় ভেঙ্গে পড়ে স্বজনরা।
নিহতের মা সুফিয়া খাতুন জানিয়েছেন, রবিন নেশাগ্রস্থ ছিলো। সে প্রায়ই নেশা করে বাড়ির লোকজনকে মারধোর করতো। প্রায় সময়ই তার নামে বাড়িতে বিচার আসতো। এসব বিষয় নিয়ে পরিবারে অশান্তি বিরাজ করছিল। এ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার গভীর রাতে আলমগীর ও তার শ্বশুড় বাড়ী লোকজন মিলে রবিনকে হত্যা করেছে। ঘটনার পর আলমগীর ও তার সহযোগীরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
পরে খবর পেয়ে শনিবার সকালে নরসিংদী মডেল থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। সদর মডেল থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, চরাঞ্চলের বাউশিয়া গ্রাম থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা