হঠাৎ করে শনিবার সকালে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে।
সকাল ৮টা থেকে ৯টার দিকে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে ঘরমুখো মানুষের এ ভিড় দেখা দেখা যায়। ঘরমুখো এসব মানুষের কাছে জানা গেছে তারা খুবই নিম্ন আয়ের লোক। তাদের কাছে কোনও টাকা-পয়সা নেই। তারা ঢাকাসহ বিভিন্ন শহরে দিমজুরের কাজ করে জীবীকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু করোনা পরিস্থিতি অতিমাত্রায় খারাপ হওয়ায় এবং কোথাও কোনও রকম কাজকর্ম না পেয়ে বা থাকা-খাওয়ার কোনও ব্যবস্থা না থাকায় একান্ত বাধ্য হয়েই তারা গ্রামের বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করছেন। এতে তাদের বিভিন্ন স্থানে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধার সম্মুখিন হতে হয়েছে। তারপরও তারা জীবন বাঁচাতে বাড়ি ফিরতে চান।
এদিকে বাড়ি ফিরতে চাওয়া এ মানুষগুলোকে সকাল ৯টার দিকেও ফেরিতে চড়তে দেখা গেছে এবং ঘাটে কর্তব্যরত পুলিশের বাধা উপেক্ষা করেই তারা ফেরিতে চড়ে।
এ বিষয়ে মাওয়া ঘাটে কর্মরত টিআই হেলাল উদ্দিন জানান, সকালে কিছু বাড়ি ফেরা ছিন্নমূল মানুষ ফেরিতে উঠে কাঠালবাড়ি অভিমুখে গিয়েছে। তবে তাদের সংখ্যা খুব বেশি নয়। এরা মহাসড়ক হয়ে বিভিন্ন ট্রাকে বা পায়ে হেঁটে আলাদা আলাদা ফেরিঘাটে আসে। তারপরও পুলিশ তাদের প্রতিহত করছে এবং সকাল ৯টার পর আর কাউকে ফেরিতে উঠতে দেওয়া হয়নি।
বর্তমানে শিমুলিয়া ফেরিঘাটে কোনও ঘরমুখো মানুষ নেই বলেও জানান টিআই হেলাল।
বেলা ১২টার দিকে তিনি জানান, বর্তমানে শিমুলিয়া ফেরিঘাট স্বাভাবিক। এদিক দিয়ে শুধুমাত্র জরুরি ওষুধবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স,মা লবাহী ট্রাক পারাপার হচ্ছে। ঘাটে কোনও লোকের ভিড় বা ঘরমুখো কোনও মানুষ নেই। আর কেউ আসলেও তাকে আর পার হতে দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/কালাম