করোনাভাইরাসের দুর্যোগের সময় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। তিনি নিজ ইউনয়নে কর্মহীন হয়ে পড়া অসহায় গরীবদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের পর সম্পূর্ণ মানবিক দিক বিবেচনা করে সকালে হাতিয়া উপজেলার হরনি ইউনয়নে নদী ভাংগনের শিকার বেঁড়ি বাঁধের উপর বসবাসকারী অসহায় জেলেদের ঘরে চাল ও মাংস পৌঁছে দেন।
তিনি নিজের ক্ষেতে উৎপাদিত পরিবার নিয়ে খাওয়ার জন্য রেখে দেওয়া রাজা শাইল চাল চরাঞ্চলে মানুষের মাঝে বিলি করেন। হরনি ইউনিয়নের টাংকি সমাজ, বেড়ি বাঁধ ও আশ্রয়ন প্রকল্পে ১০১ পরিবারের ঘরে প্রতিজনকে ১০ কেজি চাল ও মাংস দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, চর এলাহি ইউনিয়ন চেয়ারম্যানের ছেলে মো. রাজিব হোসেন, বড় ভাই মো. আব্দুল আজিজ খোকন, ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, সেচ্ছাসেবকলীগ সভাপতি নিজাম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহিম।
চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, সম্পূর্ণ মানবিক কারণে তিনি চরাঞ্চলের এসব গরীব জেলে পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তাদের খাদ্য সামগ্রী দিতে পেরে তিনি খুশি। জেলা প্রশাসক তন্ময় দাস ও হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মো রেজাউল করিম চর এলাহির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান হয়েও হাতিয়ার হরনি ইউনিয়নে ত্রাণসামগ্রী বিতরণ করায় এ উদ্যোগকে স্বাগত জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম