ফেনীর সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে ডাকাতিকালে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ফারুক মেম্বার, মামুন ও মোশারফ নামে তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশ জানান জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। এর আগে ঘটনাটি ধামাচাপা দেয়ার অভিযোগে শনিবার সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন আহম্মেদকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার ফেনীর জেনারেল হাসপাতালে ধর্ষিত ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা শেষে ফেনীর জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। শুক্রবার রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় অজ্ঞাত ৪ ডাকাতের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার এজহারে মেয়েটির বাবা উল্লেখ করেছন, ২৩ এপ্রিল বৃহস্পতিবার মধ্যরাতে ডাকাতরা ঘরের দরজার ছিটকানি ভেঙ্গে ঘরে ঢুকে সকলকে অস্ত্রের মুখে জিন্মি করে হাত পা বেঁধে ফেলে। ডাকাতরা আলমারি ভেঙ্গে নগদ ১৫ হাজার টাকা একটি মোবাইলসহ অন্যান্য জিনিস লুট করে। এসময় ঘরে স্বর্ণলংকার না পেয়ে ডাকাত দলের একজন ওই ঘরের মেয়ে মাদ্রাাসা ছাত্রীকে পাশের রুমে নিয়ে ধর্ষণ করে। এসময় গৃহকর্তা ও তার স্ত্রী বাধা দিলে তাদেরও মারধর করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার