রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ফজলে রাব্বি সুমন (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল বেলা ১টার দিকে মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় শিকদার মেডিকেল পরে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা বলছেন, বোন তানিয়া আক্তারের বাসায় বেড়াতে এসে বখাটের ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হলেন সুমন। মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন্স) আবদুল আলীম বলেন, ‘স্থানীয় মুন্না নামের এক বখাটে এই ঘটনায় জড়িত বলে আমাদের কাছে তথ্য এসেছে। মুন্না চিহ্নিত ছিনতাইকারী ও মাদকাসক্ত। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’ ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। বোন তানিয়া আক্তার জানান, ‘সুমন পরিবার নিয়ে সাইনবোর্ড এলাকায় ভাড়া বাসায় থাকে। শনিবার বেলা ১১টার দিকে বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীত পাশে আমার বাসায় বেড়াতে আসে।’ তিনি বলেন, ‘আমি রান্না করার কাজে ব্যস্ত ছিলাম। তখন সুমন বাইরে ঘুরতে বের হয়। কিছু সময় পরে খবর পাই বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীত পাশে স্থানীয় বখাটে মুন্না নামের এক যুবক সুমনকে দেখে প্রথমে তার কাছে টাকা চায়, পরে তার কাছে থাকা মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। তখন ধস্তাধস্তির একপর্যায়ে ডান পায়ে হাঁটুর ওপরের ঊরুতে ছুরিকাঘাতে আহত করে মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।’ সুমন ভোলার বোরহানউদ্দিন উপজেলার পথিয়া গ্রামের রিকশাচালক বশির আহমেদের ছেলে। বর্তমান সাইনবোর্ড এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই ভাই, দুই বোনের মধ্যে তিনি সবার বড়। হার্ডওয়্যার দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন সুমন।
শিরোনাম
- ‘অ্যানিম্যাল ২’ নিয়ে যা জানালেন ববি দেওল
- ওয়ারফেজ এবার কানাডা মাতাবে
- যুক্তরাষ্ট্রে বিমানে যান্ত্রিক ত্রুটি, অল্পের জন্যে প্রাণে বাঁচেন ক্রুসহ ১৬৬ যাত্রী
- ২৪ ঘণ্টায় ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টি, সারাদেশেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- কানাডার দাবানলের ধোঁয়ায় ছেয়ে গেছে নিউইয়র্কের আকাশ, সতর্কতা জারি
- রাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত
- থাইল্যান্ড-কম্বোডিয়াকে যুদ্ধ থামাতে বললেন ট্রাম্প
- গাজায় ইসরায়েলি হামলা-অনাহারে আরও ৭৬ জনের মৃত্যু
- মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: এবার শোক জানাল ইংলিশ ক্লাব ম্যানইউ
- খোঁজ নিলে বুঝবেন, এদের শেকড় অনেক গভীরে : উমামা ফাতেমা
- ভ্রমণ ভিসার আড়ালে মানবপাচার
- আন্তর্জাতিক চাপের মুখে গাজায় ত্রাণ ফেলার দাবি ইসরায়েলের
- দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের পূর্বাভাস
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাগছাসের ৫ নেতা স্থায়ী বহিষ্কার
- বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা
- এক নামে অনেক রাজনৈতিক দল
- দেশের অর্থনীতি বড় ধাক্কার মুখে
- চূড়ান্ত হলো এশিয়া কাপের সময়সূচি, আয়োজক আমিরাত
- নিখোঁজের একদিন পর নদীতে মিলল শিশুর লাশ
- ফটিকছড়িতে ‘জুলাই আন্দোলনের’ চেতনায় সমাজ গঠনের শপথ
ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক খুন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর