দেশে এক দিনে ডেঙ্গু আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৩১ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে সিটি করপোরেশনের বাইরে বরিশাল বিভাগে ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, ঢাকা বিভাগে ৭৩ জন, খুলনা বিভাগে ১৮ জন, ময়মনসিংহ বিভাগে তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ২৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১২০ জন। এর মধ্যে ১৭ হাজার ৬৯৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। মারা গেছেন ৭৩ জন।