রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রাথমিক তালিকা প্রকাশিত হয়েছে। এতে কেন্দ্রীয় সংসদে ২৫৫ জন ও সিনেট সদস্য পদে ৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রাথমিক তালিকা থেকে সাত প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। গতকাল প্রধান নির্বাচন কমিশন এফ নজরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক তালিকার আপত্তি ও নিষ্পত্তির পর ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সুষ্ঠু নির্বাচনে কমিশন সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে।
প্রকাশিত তালিকা অনুসারে, কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ১৯ জন, জিএস পদে ১৪ জন, এজিএস পদে ১৬ জন, ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক পদে ৯ জন, সহকারী ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে ছয়জন, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে সাতজন, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে আটজন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ১০ জন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ১০ জন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ১১ জন, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৯ জন, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১২ জন, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১৭ জন, মহিলা বিষয়ক সম্পাদক পদে সাতজন, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদে আটজন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ১০ জন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ছয়জন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে ১৩ জন, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে আটজন এবং কার্যনির্বাহী সদস্য চার পদে ৫৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাতিলকৃত সাত মনোনয়ন হলো- ভিপি পদপ্রার্থী সাগর আহমেদ মিয়া, জিএস পদপ্রার্থী আশিকুর রহমান, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহীন আলম, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিচার্ড চাকমা ও কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ্র। এ ছাড়া বাতিলকৃত সিনেট সদস্য মারুফ হাসান জেমস এবং ওমর ফারুক সাফীন আজমীর।