শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের সংখ্যা হ্রাসে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেন, আগুন লাগার আগেই প্রতিরোধ এটাই হবে আমাদের লক্ষ্য। জনগণকে সচেতন করার কাজটি অব্যাহত রাখতে হবে। গতকাল ফায়ার সার্ভিস সদর দপ্তরে অনুষ্ঠিত কর্মকর্তা-কর্মচারীদের দরবার সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সদর দপ্তরের পরিচালকসহ ঢাকায় কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভাগীয় উপপরিচালক এবং জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনের মাধ্যমে সভায় যুক্ত হন। অনুষ্ঠানের শুরুতে মহাপরিচালককে সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে দরবার হস্তান্তর করেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। কর্মকর্তাদের উদ্দেশে ফায়ার ডিজি বলেছেন, নিজস্ব স্বার্থের চেয়ে প্রতিষ্ঠানের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। দরবার শেষে মিয়ানমারে ভূমিকম্প উদ্ধার তৎপরতায় অংশগ্রহণকারী ১০ সদস্যকে মিয়ানমার সরকারের প্রদত্ত স্মারক পদক প্রদান করেন তিনি।
এ ছাড়া ফায়ার সার্ভিসের বিভিন্ন বিভাগীয় ও কেন্দ্রীয় প্রতিযোগিতায় বিজয়ী কর্মকর্তা-কর্মচারী এবং প্রশাসনিক কাজে বিশেষ দক্ষতা প্রদর্শনকারীদের মধ্যে ‘মহাপরিচালকের প্রশংসা’ শিরোনামে পুরস্কার বিতরণ করা হয়।