বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন শনিবার বিদেশে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। বিমানবাহিনী প্রধান কোরিয়া প্রজাতন্ত্রে অনুষ্ঠিত সিউল ইন্টারন্যাশনাল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স এক্সিবিশন (এডিইএক্স)-২০২৫-এ অংশগ্রহণের জন্য দক্ষিণ কোরিয়া সফর করেন। আইএসপিআর জানিয়েছে, বিমানবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিদ্যমান সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমানবাহিনী প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বিমানবাহিনী প্রধান ওই সরকারি সফরের উদ্দেশ্যে ১৮ অক্টোবর ঢাকা ত্যাগ করেন।