বাংলাদেশকে উদ্ভাবনভিত্তিক ও জ্ঞাননির্ভর অর্থনীতিতে রূপান্তরের জন্য একটি ত্রিপক্ষীয় অংশীদারি চুক্তি সই হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ডিজিটাল ব্রিজ পার্টনার্স এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের মধ্যে সম্প্রতি এই চুক্তি সই হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘গবেষণা থেকে বাজারে’ কর্মসূচির আওতায় গৃহীত এই ত্রিপক্ষীয় সহযোগিতার মাধ্যমে প্রয়োগমূলক গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তথ্যনির্ভর উদ্ভাবনের ওপর জোর দেওয়া হয়। এ উদ্যোগের মূল লক্ষ্য উচ্চশিক্ষা ও গবেষণালব্ধ জ্ঞানকে বাজারভিত্তিক প্রযুক্তিতে রূপান্তর করা। শিল্প খাতে প্রতিযোগিতা বৃদ্ধি করা এবং তথ্য-প্রমাণভিত্তিক নীতিনির্ধারণকে উৎসাহিত করা।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান এনডিসি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের প্রধান আফসানা চৌধুরী এবং ডিজিটাল ব্রিজ পার্টনার্স-এর এমডি নাবিল চৌধুরী ও হায়দার আনোয়ার এ ত্রিপক্ষীয় অংশীদারি চুক্তিতে স্বাক্ষর করেন।