রাজধানীতে পৃথক ঘটনায় হাজারীবাগ ও পোস্তগোলায় দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন- পাঁচ বছর বয়সি শিশু অর্কিড রাজবংশী ও আনুমানিক ৫৫ বছরের অজ্ঞাত এক নারী। গতকাল দুপুরে হাজারীবাগের ভাগলপুর লেন জেলেপাড়ায় ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে শিশু অর্কিডের মৃত্যু হয়। অর্কিডের ফুপু প্রিয়া রাজবংশী বলেন, দুপুরে অর্কিড তার মায়ের দেওয়া কিছু মাছ নিয়ে আমার বাসায় আসে। কখন যে চলে গেছে, তা খেয়াল করিনি। পরে খবর পাই, সে আমাদের ভবনের ছাদ থেকে নিচে পড়ে গেছে। শিশুটির মা জানান, তাদের বাসা ও অর্কিডের ফুপুর বাসা পাশাপাশি। তারা সবসময় তাদের বাসায় যাতায়াত করত। অর্কিড তাদের একমাত্র ছেলে ছিল। অপরদিকে গতকাল ভোরে শ্যামপুর থানার পোস্তগোলা ব্রিজের ওপরে একটি গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক নারী গুরুতর আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শ্যামপুর থানার এসআই মো. ইকবাল হোসাইন বলেন, নিহত ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে।