লগি-বৈঠা দিয়ে ২০০৬ সালে ঢাকায় ছয়জনসহ সারা দেশে ২৬ জন জামায়াত-শিবির নেতা-কর্মীকে নির্মমভাবে পিটিয়ে হত্যাকারী আওয়ামী লীগের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ও সমাবেশ করেছে জামায়াত। প্রতিনিধিদের পাঠানো খবর-
গাইবান্ধা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকালে পৌর শহীদ মিনার চত্বরে জামায়াতে ইসলামী গাইবান্ধা শহর ও সদর উপজেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বক্তারা এ ঘটনার প্রতিবাদ এবং খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। জামায়াতের সদর উপজেলা আমির মো. নুরুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মো. আবদুল করিম, শহর জামায়াতের আমির অধ্যাপক ফেরদৌস আলম প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দিনাজপুর : গতকাল বেলা সাড়ে ৩টায় শহরের মডার্ন মোড়ে দিনাজপুর শহর ও সদর উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। আরও বক্তব্য দেন দিনাজপুর সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট তোজাম্মেল হক বকুল প্রমুখ।
লক্ষ্মীপুর : গতকাল বিকালে লক্ষ্মীপুর শহর জামায়াতের উদ্যোগে দক্ষিণ তেমুহনী এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূইয়া। এ সময় দলটির স্থানীয় নেতারা বক্তব্য দেন।