জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং আদেশের ওপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে পঞ্চমবারের মতো কর্মসূচি দিয়েছে ইসলামি দলগুলো। গতকাল বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ইসলামি দলগুলোর আয়োজনে যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনূস আহমাদ।
কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, আগামী ৩০ অক্টোবর নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেওয়া হবে। ৩ নভেম্বর আন্দোলনকারী দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হবে। আমরা প্রতিটি দল আলাদা আলাদা স্মারকলিপি দেব। ৩ নভেম্বর বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে।
ইসলামি দলগুলোর পাঁচ দফা : জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও আদেশের ওপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদসহ অন্য নেতারা।