আজ ১২ সেপ্টেম্বর লেখক, গবেষক ও শিক্ষক ড. নাজমা জেসমিন চৌধুরীর মৃত্যুদিবস। ১৯৮৯ সালে ৫০ বছর বয়স পেরোনোর আগেই তিনি ক্যান্সারে মারা যান। তিনি শিশু-কিশোরদের সাংস্কৃতিক সংগঠন ঢাকা লিটল থিয়েটারের প্রধান সংগঠক ছিলেন। তাঁর বেশ কয়েকটি নাটক বাংলাদেশ টেলিভিশনে প্রদর্শিত হয়েছে। নাজমা জেসমিন চৌধুরী প্রথমে সেন্ট্রাল উইমেন্স কলেজ ও পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন। মৃত্যুকালে নাজমা জেসমিন চৌধুরী দুই মেয়ে ও স্বামী ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীকে রেখে যান। -বিজ্ঞপ্তি