গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে শনিবার সকালে অনুষ্ঠিত হলো ‘ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস ট্রেনিং প্রোগ্রাম’-এর বর্ণাঢ্য সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে ‘এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই)’ এর ট্রেনিং প্রকল্প। ২০২৪ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করা এই আইসিটি প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ইতিমধ্যে ২০টি ব্যাচের মাধ্যমে গাকৃবির প্রায় ৫০০ জন দেশি-বিদেশি শিক্ষার্থী আধুনিক প্রযুক্তি, ডিজিটাল দক্ষতা ও আত্মনির্ভরতা অর্জনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এম সাইফুল্লাহ পান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক সদস্য মোঃ রেজাউল করিম। ট্রেনিং কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: মইনুল হোসেইন অলিভার তাঁর বক্তব্যে প্রশিক্ষণ কার্যক্রমের লক্ষ্য, বাস্তবায়ন কৌশল এবং অর্জিত সফলতা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে এম সাইফুল্লাহ পান্না বলেন, “বর্তমান বৈশ্বিক বাস্তবতায় ডিজিটাল স্কিলস শুধু প্রয়োজন নয়, বরং অপরিহার্য। এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করছে।” তিনি শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং ও ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আন্তরিকভাবে।
সমাপনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান গত ২১ জুলাইয়ের মর্মান্তিক ‘মাইলস্টোন ট্র্যাজেডি’তে নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা আজ যা শিখেছ, তা যেন শুধু সনদেই সীমাবদ্ধ না থাকে। এই দক্ষতাগুলো ব্যবহার করে তোমরা নিজ নিজ অবস্থান থেকে সমাজ ও দেশের অগ্রগতিতে অবদান রাখবে এটাই আমাদের প্রত্যাশা।”
বিডি প্রতিদিন/এএম