জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামীকাল রবিবার (২৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
‘দ্য লিগেসি অব জুলাই রেভল্যুশন ২০২৪: রিবিল্ডিং বাংলাদেশ’ শীর্ষক এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো জুলাই বিপ্লবের তাৎপর্য তুলে ধরা, একাডেমিক গবেষণা ও বিশ্লেষণ প্রচার করা এবং ‘বাংলাদেশ ২.০’ এর ভবিষ্যৎ গঠনে দিকনির্দেশনা প্রদান।
সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট (আরআইটি)।
এতে সহ-আয়োজক হিসেবে অংশ নিচ্ছে দেশ-বিদেশের আরও ১২টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান। যার মধ্যে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কানাডার ইউনিভার্সিটি অব রেজিনা, সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের বাংলাদেশ ২.০ ইনিশিয়েটিভ, তুরস্কের সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চসহ আরও অনেক প্রতিষ্ঠান।
সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের কয়েকজন উপদেষ্টা ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তাদের মধ্যে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত প্রফেসর লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং তুরস্কের খ্যাতনামা শিক্ষাবিদ ড. ইয়াসিন আক্তাই।
দিনব্যাপী এ সম্মেলনে ১৫ জনের বেশি বিশেষজ্ঞ বক্তা বিভিন্ন সেশনে বক্তব্য দেবেন। থাকবে ১০টিরও বেশি প্যানেল আলোচনার আয়োজন।
আলোচকদের মধ্যে রয়েছেন কোস্টারিকার ইউনিভার্সিটি ফর পিসের ইমেরিটাস অধ্যাপক ড. আমর আব্দুল্লাহ, ‘আমার দেশ’ সম্পাদক ড. মাহমুদুর রহমান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা ও থিংক ট্যাঙ্ক নেত্রী নুরুল ইজ্জাহ আনোয়ার, যুক্তরাষ্ট্রের কূটনীতিক জন ড্যানিলোভিচ, কাতারের হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির অধ্যাপক ড. উসামা আল-আজামি এবং বুয়েট অধ্যাপিকা ড. সৈয়দা সুলতানা রাজিয়া প্রমুখ।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই সম্মেলনে উপস্থাপনের জন্য ৪০০টিরও বেশি গবেষণা প্রবন্ধ জমা পড়েছে। কঠোর পিয়ার-রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে ৬০টি প্রবন্ধ মৌখিক উপস্থাপনার জন্য এবং আরও ৬০টি পোস্টার প্রেজেন্টেশনের জন্য নির্বাচিত করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল