ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে (সাত কলেজ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ ও ২৩ আগস্ট। তার আগে অনলাইনে ভর্তি আবেদন নেওয়া হবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর এ আবেদন প্রক্রিয়া শুরু হবে।
বৃহস্পতিবার বিকালে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, আজকে ভর্তি পরীক্ষা নিয়ে সভা করেছি। সভায় সাত কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী- ২২ আগস্ট বিকালে ও ২৩ আগস্ট সকালে দুই শিফটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
তিনি জানান, ভর্তি পরীক্ষার টেকনিক্যাল বিষয়ে বুয়েট সহযোগিতা করবে। মিটিংয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য গঠিত কমিটি সামনের শনিবার (২৬ জুলাই) আরেকটি মিটিং অনুষ্ঠিত হবে। আশা করছি, এর পরপরই ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনলাইনে প্রকাশ করা হবে।
বিডি প্রতিদিন/আরাফাত