চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী রেলওয়ে স্টেশন এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকাগামী ট্রেনটি বগিটি রেখেই চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে।
শনিবার (২০ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে বোয়ালখালীর গোমদণ্ডী রেলস্টেশনের বাইরে সিগনাল এলাকায় ট্রেনের শেষ বগিটির কাপলিং ভেঙে যাওয়ার ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর জানান, “কক্সবাজার থেকে দুপুর সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি বিকেল সোয়া ৩টার দিকে গোমদণ্ডী স্টেশন অতিক্রম করে। এ সময় বাহির সিগনাল এলাকায় ট্রেনটির শেষ বগি কাপলিং ছিঁড়ে রেললাইনেই পড়ে থাকে। পরে বগিতে থাকা যাত্রীদের অন্য বগিতে স্থানান্তর করে ট্রেনটি চট্টগ্রামের দিকে চলে আসে।”
তিনি আরও জানান, “চট্টগ্রাম স্টেশনে পৌঁছার পর ট্রেনটিতে নতুন আরেকটি বগি সংযুক্ত করে ঢাকার উদ্দেশে আবার ছেড়ে দেওয়া হবে।”
এদিকে কক্সবাজার রুটে বগি আটকে পড়ায় আপাতত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ও দোহাজারীগামী একটি ফার্নেস অয়েলবাহী ওয়াগন ট্রেন আটকে পড়ে।
গোমদণ্ডী রেলস্টেশন মাস্টার আনোয়ারুল হক বলেন, “রেললাইন থেকে বিচ্ছিন্ন বগিটি সরিয়ে নিতে উদ্ধারকারী ট্রেন আনা হচ্ছে। উদ্ধার কাজ শেষ হলেই চলাচল স্বাভাবিক হবে।”
বিডি প্রতিদিন/আশিক