বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ অসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, আমরা ৭১ সালে যুদ্ধ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার করার জন্য। জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। নির্বাচন ছাড়া গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠিত হবে।
আজ শনিবার দুপুরে লালমোহন উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত লালমোহন উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে মেজর হাফিজ এসব কথা বলেছেন।
এসময় মেজর (অব.) হাফিজ বলেন, আমরা কোনো ভারতের দালালকে বাংলাদেশের মাটিতে স্থান দিবো না। আমরা প্রয়োজন হলে যেকোনো শক্তির বিরুদ্ধে আবার যুদ্ধ করবো।
এসময় তিনি আরো বলেন, আমরা কোনো ভারতের দালালকে বাংলাদেশের মাটিতে স্থান দিবো না। আমরা প্রয়োজনে যেকোনো শক্তির বিরুদ্ধে আবার যুদ্ধ করবো।
মেজর হাফিজ দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আজকে আমরা শপথ নিলাম। কোনো প্রকার দুর্নীতিতে আমরা কেউ জড়াবো না। আপনারা যদি কেউ দখলবাজি, চাঁদাবাজি বা দুর্নীতির সাথে জড়িত হন, তা হলে সেটার ফল ভোগ করতে হবে আমাকে কিংবা আগামীতে যিনি ধানের শীষের প্রার্থী হবে তাকে। আমরা জিয়াউর রহমানের দেখিয়ে যাওয়া পথে সকল লোভের উর্ধ্বে থেকে রাজনীতি করবো।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আ. ক. ন কুদ্দুসুর রহমান। উদ্বোধক ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের রহমত উল্লাহ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির অহবায়ক গোলাম নবী আলমগীর। আনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল।
পরে সম্মলনে আগামী তিন বছরের জন্য উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের নাম ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল