সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহলদল এ অভিযান চালায়। বিজিবি জানায়, বাংলাবাজার, সোনালীচেলা, কালাইরাগ, উৎমা, প্রতাপপুর, শ্রীপুর এবং দমদমিয়া সীমান্ত ফাঁড়ির টহলদল গতকাল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও পশু জব্দ করে। জব্দ হওয়া পণ্য ও পশুর মধ্যে রয়েছে স্মার্ট ফোনের ডিসপ্লে, শাড়ি, থ্রিপিস, প্রসাধনীসামগ্রী, চকলেট ও গরু। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ শিং মাছ জব্দ করা হয়। জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৬ লাখ ৪২ হাজার টাকা। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।