বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম শ্রেণির আম্পায়ার মো. শওকত আলী দিদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের এই দিনে দলীয় কর্মসূচি পালন করতে যাওয়ার পথে গোপালগঞ্জে আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের হামলায় তিনি নিহত হন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ জোহর রাজধানীর জুরাইনে তার ঋষিপাড়ার বাসায় ও বাদ আসর কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মরহুমের সহকর্মীদের শরিক হতে অনুরোধ জানানো হয়েছে।