জুলাই আন্দোলনের শহীদদের প্রতি রাষ্ট্র এবং রাজনৈতিক দলের যে দায়বদ্ধতা ছিল, তা সঠিকভাবে পালন হয়নি বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘শহীদ পরিবার ভিক্ষা চায় না। তারা সম্মানের সঙ্গে বাঁচতে চায়।’ গতকাল বিকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের শহীদদের সম্মানে স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
শহীদদের যথাযথ মর্যাদা না দেওয়ায় তিনি বলেন, ‘আমরা অনুতপ্ত। কারণ শহীদদের যথাযথ মর্যাদা এখনো দেওয়া হয়নি। রাষ্ট্র এবং রাজনৈতিক দলের শহীদদের প্রতি যে দায়বদ্ধতা ছিল, তা সঠিকভাবে পালন হয়নি। ঐকমত্য কমিশনে আলোচনা হচ্ছে। কিন্তু অগ্রগতি হচ্ছে না।’ জুলাই সনদ বাস্তবায়নের জন্য জামায়াতের পক্ষ থেকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘জুলাই যোদ্ধারা না থাকলে আজ আমরা কেরানীগঞ্জ, কাশিমপুরে থাকতাম। এগুলো ভুলে গেলে চলবে না। জুলাই পরিবারের পাশে থাকার ওয়াদাবদ্ধ থাকব। দরকার পড়লে ঋণ পরিশোধ করার জন্য ভিক্ষা করব।’ সভায় আরও বক্তব্য দেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম প্রমুখ।
তুরস্কের সাবেক পার্লামেন্টারিয়ান মেম্বারের সাক্ষাৎ : জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তুরস্কের সাবেক পার্লামেন্টারিয়ান মেম্বার, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাবেক উপদেষ্টা এবং এ কে পার্টির সাবেক ডেপুটি চেয়ারম্যান প্রফেসর ড. ইয়াসিন আকতাইয়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। গতকাল দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়।