রংপুর নগরীতে একটি ব্লাড গ্রুপিং সেন্টারে লাইসেন্স না থাকার দায়ে ওই প্রতিষ্ঠানের ইনচার্জকে ১৪ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। শনিবার দুপুরে মুজাহিদ গ্রুপিং সেন্টারে পুলিশ, সেনাবাহিনী, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা সিভিল সার্জন অফিস যৌথভাবে অভিযান চালিয়ে এই দণ্ড দেন। এ সময় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নগরীর ধাপ এলাকায় প্রয়োজনীয় কাগজপত্র এবং লাইসেন্স ছাড়াই মুজাহিদ গ্রুপিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান রক্ত পরীক্ষা-নিরীক্ষা ও রক্ত দেওয়া-নেওয়ার ব্যবসা করছিল। দুপুরে রংপুর জেলা প্রশাসনের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট তারিক হাসান ও সিভিল সার্জনের পক্ষে স্যানিটারি ইন্সপেক্টর মাহবুব রহমান অভিযান চালান। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ওই প্রতিষ্ঠানের ইনচার্জ শারমিন আক্তার (৩০) কে ১৪ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সেই সাথে সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়। ওই প্রতিষ্ঠানের মালিক মেহেদী হাসান পালিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন শাহীন সুলতানা।
বিডিপ্রতিদিন/কবিরুল