বরগুনার বামনা উপজেলার মধ্য আমতলী গ্রামে সাড়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটির মা জানান, তাদের পাশের বাড়ির সাহেব গাজীর ছেলে বেল্লাল (২৪) আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়িতে ডেকে নিয়ে তার মেয়েকে নির্যাতন করে।
মেয়েকে বাড়িতে না পেয়ে বাইরে গিয়ে মেয়ের কান্না শুনতে পায়। তাৎক্ষণিকভাবে সাহেব আলীর ঘর থেকে মেয়েকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে শিশুটিকে বামনা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক শিশুটিকে ধর্ষণের আলামত রয়েছে বলে অভিভাবকদের জানান। স্থানীয়রা জানায়, অভিযুক্ত বেল্লাল মাদকসেবী এবং এলাকার চিহ্নিত চোর এবং থানার সোর্স হিসেবে পরিচিত।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, হাসপাতালের ডাক্তার বলেছেন ধর্ষণের চেষ্টা করা হয়েছে। শিশুটির অভিভাবকরা চাচ্ছে না মামলা করতে, তবে অভিযোগ পেলে ভিকটিমকে উদ্বার করে ডাক্তারী পরীক্ষার ব্যবস্থা করা হবে। আসামির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/আল আমীন