নোয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে এক অসহায় পরিবারের উপর প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এসময় হামলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ ৫জন আহত হন। আহতদেরকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে নোয়াখালীর সদর উপজেলার ৩নং নোয়ান্নো ইউনিয়নের পূর্ব দূর্গা নগর চাঁন্দের বাড়ীতে এ সন্ত্রাসী হামলা হয়।
আহতরা হলেন- ৩ মাসের অন্তঃসত্ত্বা সামসুন্নাহার (২৮), রুমি আকতার (২৬), মোঃ সোহেল উদ্দিন (৩৬), মোঃ সোহাগ হোসেনসহ (২২) ৫ জন।
স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যসহ আরো অনেকে জানায়, তাজরা বেগম দীর্ঘ বছর যাবত তার পূর্ব পুরুষের পৈত্রিক সম্পত্তিতে বসবাস করে আসছে। এদিকে একই বাড়ীর আবুল কাশেম ও তার ছেলে হানিফ, ইসমাইল, শাহাদাতসহ অন্যান্য আত্মীয় স্বজনের যোগসাজেশে তাজরা বেগমের কাছ থেকে সম্পত্তি পাবে বলে তার বসত বাড়ীর জমি জোরপূর্বক দখল করার জন্য ঝগড়া, সন্ত্রাসী হামলা ও মামলা করে উচ্ছেদ করে তাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে আসছে।
বৃহস্পতিবারও আবুল কাশেমরা তাজরা বেগমের কাছে থেকে জমি পাবে বলে সুধারাম মডেল থানার পুলিশের এসআই শাহ আলম ও কয়েকজন কনস্টেবলের সামনে তার ফসলি জমিতে ও বসতঘরে একই সময়ে সন্ত্রাসী হামলা চালিয়ে আহত করে। এসয় বসতঘরের জিনিসপত্র ভাংচুর করে নগদ টাকা ও লুট করে নিয়ে যায়। অথচ পুলিশ তাদেরকে কিছুই বলেনি।
এ ব্যাপারে সুধারাম মডেল থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন জানান, জমির বিরোধ নিয়ে হামলার ঘটনাটি আমি শুনেছি। এক এসআইয়ের প্রত্যক্ষ উপস্থিতে প্রতিপক্ষরা হামলা চালিয়েছে এমন প্রশ্নের জাবাবে তিনি বলে, বিষয়টি আমি জানার পর ঐ এসআইকে বাদ দিয়ে তদন্ত টমাস বড়ুয়াকে দিয়েছি এবং আমি উভয় পক্ষকে থানায় ডেকেছি। তারা রাজি হলে ঘটনাটি সালিশী বৈঠকে সমাধান করে দিবো।
বিডি প্রতিদিন/হিমেল