অতিরিক্ত মূল্যে নিত্য পন্য বিক্রি এবং মূল্য তালিকা সঠিকভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে বরিশাল নগরী এবং মেহেন্দীগঞ্জ উপজেলার ৬টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীর, মনিরা খাতুন ও মো. সাইফুল ইসলাম।
মারুফ দস্তেগীর জানান, নগরীর ভাটিখানা বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ২টি মুদি দোকান থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের ভ্রাম্যমান আদালত বিকেলে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় জিলাপি তৈরিতে ক্ষতিকর হাইড্রোজ ব্যবহারের অপরাধে কস্তুরী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং সাগরদী বাজারে এক খেজুর বিক্রেতার কাছে ৪ কেজি পঁচা খেজুর পাওয়ায় তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ৪ কেজি পঁচা খেজুর ডাস্টবিনে ফেলে ধ্বংস করা হয়।
এদিকে মনিরা খাতুন জানান, মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা সঠিকভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করায় ২টি মুদি দোকান থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে ওই এলাকার চালের আড়তসমূহে অভিযান পরিচালনা করে চালের বাজারের সার্বিক অবস্থা মনিটরিং করা হয়। রমজানকে উপলক্ষ্য করে কেউ দ্রব্যমূল্য বৃদ্ধি ও মজুদ করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও ব্যবসায়ীদেরকে সর্তক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার