কুড়িগ্রামে করোনা পরিস্থিতির সার্বিক অবস্থা নিয়ে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে দায়িত্বপ্রাপ্ত সচিবের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান (এনডিসি)।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের এমপি পনির উদ্দিন আহমেদ, সাবেক এমপি জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী,পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল,সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা.আবু মো:জাকিরুল ইসলাম,কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু প্রমুখ।
মতবিনিময়ে জেলার করোনা আক্রান্তসহ সচেতনতামূলক আলোচনা, লকডাউন পরিস্থিতি,আক্রান্তদের আইসোলেশনে চিকিৎসা ব্যবস্থা ও ত্রান বিতরণ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
এসময় সচিব জিয়াউল হাসান বলেন, ত্রাণ বিতরণে যাতে কোন অনিয়ম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া মানুষ যাতে সামাজিক দূরত্ব বজায় রাখে সে ব্যাপারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে কঠোর হওয়ার পরামর্শ দেন। এ অনুষ্ঠানে জেলা প্রশাসক করোনা পরিস্থিতির সার্বিক চিত্র প্রজেক্টরের মাধ্যমে সচিবসহ সকলের সামনে উপস্থাপন করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার