ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযানে চালিয়ে ৬৯ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশনা না মেনে অহেতুক ঘর থেকে বের হওয়া, অবাধ চলাচল ও গণজমায়েত করার ও অযথা দোকান খোলা অভিযানে তাদেরকে জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দিনব্যাপী জেলা সদরসহ নয়টি উপজেলার ইউএনও ও সহকারি কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসব আদালত ৬৯ জনকে এক লাখ ৬২ হাজার একশ’ টাকা জরিমানা করেছেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য জানান, সরকার ঘোষিত আইন মানার জন্যে জনসাধারণকে বার বার বলা হচ্ছে। এই আদেশ অমান্য করে অনেকেই বিনা কারণে বাইরে ঘুরে বেড়ানো ও সামাজিক দূরত্ব না মেনে গণজমায়েত করা ও দোকান খুলার দায়ে অভিযান পরিচালিত হচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ