নিজ গ্রামের অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সুমন চন্দ্র ভৌমিক।
ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সুমন চন্দ্র ভৌমিক ওই স্কুলের ২৪ জন অসহায় শিক্ষার্থীর পরিবারসহ ও আশপাশের নারায়ণপুর, সাদেকপুর ও সিন্দুরপুর গ্রামের অর্ধশতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করার উদ্যোগ নেন।
পরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রহিম পিন্টু, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাইনউদ্দিন ভূঁইয়া, সিন্দুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন ও স্কুল শিক্ষক জুবায়ের হোসেনের তত্ত্বাবধানে গোপনে অসহায়দের হাতে এসব ইফতার সামগ্রী তুলে দেন।
সুমন চন্দ্র ভৌমিক বলেন, ইফতার সামগ্রী ছাড়াও করোনা পরিস্থিতিতে বেশ কয়েকটি কর্মহীন অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। করোনার প্রকোপ যতদিন থাকবে ততদিন সাধ্যমতো অসহায়দের পাশে থাকব।
সিন্দুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা আক্তার বলেন, স্কুল সভাপতি সুমন চন্দ্র ভৌমিক অসহায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ নানাভাবে সহযোগিতা করে থাকেন। এবার তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশের আরেকটি নজির স্থাপন করলেন।
বিডি প্রতিদিন/ফারজানা