এনডিএফ বিডি কুষ্টিয়া জোন ১ম ভার্চুয়াল বিতর্ক উৎসবে ফাইনালে উঠেছে পাবনার টিম নীলকুঠি ও ঝিনাইদহের টিম ইলামিত্র।
উৎসবের আয়োজক ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) কুষ্টিয়া জোন। উৎসবের স্লোগান 'নিরাপদ থাকুন, ঘরে থাকুন, করোনা প্রতিরোধে ভূমিকা রাখুন’।
সংসদীয় ধারায় অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় ফাইনাল এনডিএফ বিডি খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব, কুষ্টিয়ার মঞ্চে অনুষ্ঠিত হবে। ট্যাব রাউন্ডে সেরা ১২ জন বিতার্কিকদের আগামীকাল সোমবার বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/ফারজানা