কুমিল্লার লাকসামে রোজা রেখে কৃষকের ধানে কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ছাত্রলীগ নেতৃবৃন্দ। পৌরসভার ৯নং ওয়ার্ডের কাদ্রা গ্রামের এক হতদরিদ্র কৃষক শ্রমিক সঙ্কটে পড়েছিলেন। বিষয়টি জানতে পেরে আজ শনিবার সেহেরি খাওয়ার পরপরই ওই কৃষকের ধান কেটে দিতে মাঠে নামে ছাত্রলীগ নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনের নেতৃত্বে ধানাকাটা কার্যক্রমে অংশ নেন কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রলীগে উপ-দপ্তর সম্পাদক গোলাম রাব্বী, লাকসাম নবাব ফয়জুন্নেছা কলেজ সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, রিমন, জাফর, রাসেল, ফয়সাল, রনি প্রমুখ নেতৃবৃন্দ।
ছাত্রলীগ নেতা ফরিদ উদ্দিন জানান, কেন্দ্রীয় নির্দেশে লাকসাম উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দদেরকে নিয়ে স্থানীয় হতদরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছি।
বিডি প্রতিদিন/ফারজানা