বগুড়ার শেরপুর প্রেস ক্লাব ও নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির যুগ্ম সম্পাদক সাংবাদিক আইয়ুব আলীর পিতা শহিদুর রহমান আর নেই। শুক্রবার ভোররাত সাড়ে ৩টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবত দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমআ তার নিজ বাসভবনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন