নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাপুর ইউনিয়নের জয় নারায়নপুর গ্রামে রফিক উল্লাহ ভূঁইয়ার মৎস্য প্রজেক্টে বিষ প্রয়োগ করে ব্যপক ক্ষয়ক্ষতি করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩/৪ লক্ষ টাকার বিভিন্ন জাতের মাছ মরে ভেসে উঠছে।
এ ঘটনায় রফিক উল্লাহ ভূঁইয়া বাদি হয়ে গতকাল শুক্রবার (১ মে) রাতে বেগমগঞ্জ থানায় অজ্ঞাত নামা দূর্বৃত্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে। এই ঘটনায় ভুক্তভোগী হতাশ হয়ে পড়েছে।
রফিক উল্লাহ জানান, একশত ডিং বিশিষ্ট মৎস্য প্রজেক্টে ৫০ হাজারেরও অধিক আঁইড় মাছ, রুই, কাতল ও মৃগেলসহ বিভিন্ন জাতের সাদা মাছ ছিল। শুক্রবার সকালে প্রজেক্ট দেখতে গেলে এমন দৃশ্য দেখে তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়েন।
তিনি এই ঘটনার সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে বিচার দাবি করেন। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সঠিক তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ