লালমনিরহাটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত শ্রমিক কামরুল ইসলাম ও তার সংস্পর্শে আসা ৭ বছরের শিশু পুত্র সালমান হোসেন এখন সুস্থ। সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নেওয়ার পর তাদের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।
শনিবার অথবা রবিবার যেকোন সময় হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন তারা। লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, জেলার সদর উপজেলার গোকুন্ডা ইউপির বাসিন্দা নারায়ণগঞ্জ ফেরত শ্রমিক কামরুল ইসলামের গত ১০ এপ্রিল প্রথম করোনা ধরা পড়ে। তিনি জেলার প্রথম করোনা রোগী। এর তিন দিন পর তার সংস্পর্শে আসা ৭ বছর বয়সী শিশু পুত্র সালমান হোসেনের শরীরেও করোনাভাইরাস ধরা পড়ে।
১৪ দিন চিকিৎসা গ্রহণের পর তাদের ২য় বার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের ফলাফল নেগেটিভ আসে। জেলার ১ম ও ২য় করোনাভাইরাসে আক্রান্ত রোগী পিতা-পুত্র এখন করোনামুক্ত।
বিডি প্রতিদিন/আল আমীন