কুড়িগ্রামে বাস-মিনিবাস শ্রমিকগণ দুই বেলা খাদ্য সহায়তার দাবিতে মানববন্ধন করেছে। শনিবার দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে দুই শতাধিক বাস-মিনিবাস শ্রমিক এতে অংশগ্রহণ করে। এ সময় বক্তব্য রাখেন শ্রমিক সংগঠনের সড়ক সম্পাদক মফিজুল হক, কার্যকরী সদস্য এনতাজ আলী, হযরত আলী, বাবলু মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, কুড়িগ্রামে বাস মিনিবাস গত ২৬ মার্চ থেকে বন্ধ থাকায় জেলার প্রায় ৭ হাজার শ্রমিক মানবেতর জীবন যাপন করছে। কর্মহীন এসব শ্রমিক মানববন্ধনের মধ্য দিয়ে দুই বেলা খাদ্য সহায়তার দাবি জানান।
বিডি প্রতিদিন/আল আমীন