জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারাতে ট্রাক্টরের ধাক্কায় বেলাল হোসেন (৩৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার হোপপীরহাট-মাটির ঘর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন ক্ষেতলাল উপজেলার শালবন গ্রামের আনতাজ মোল্লার ছেলে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, বেলাল হোসেন তার নিজ বাড়ি থেকে সাইকেল চালিয়ে হোপপীরহাট এলাকায় নির্মাণ কাজের উদ্দেশ্য যাচ্ছিলেন। পথে বড়তারাতে দ্রুতগামী একটি বালুবোঝাই ট্রাক্টর সাইকেলেটিকে সামনের দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ