কিশোরগঞ্জের কটিয়াদীতে শ্বাসকষ্টে মারা যাওয়া ব্যবসায়ী তরুণ ভূইয়ার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়া গেছে। গতকাল শুক্রবার (১ মে) রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট আসে। এর আগে গত বুধবার দুপুরে শ্বাসকষ্ট নিয়ে কটিয়াদী উপজেলার করগাঁওয়ের নিজ বাড়িতে মারা যান তিনি।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়ার পর ওইদিন বিকালে ব্যবসায়ী তরুণ ভূইয়ার শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। শুক্রবার রাতে নমুনা রেজাল্ট করোনা পজিটিভ এসেছে। এর পরিপ্রেক্ষিতে তার পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত সোমবার সকালে পুরান ঢাকার চকবাজার থেকে বাড়িতে আসেন ব্যবসায়ী তরুণ ভূইয়া। পরে দুইদিন শ্বাসকষ্টে ভোগেন তিনি। এরপর বুধবার দুপুরে শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতে মারা যান তিনি। কিশোরগঞ্জে করোনা আক্রান্ত হয়ে এ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ