করোনা পরিস্থিতি ও দেশের দুর্যোগপূর্ণ মুহূর্তে সেচ্ছাশ্রমে সাধারণ কৃষকের পাশে দাঁড়িয়েছে পাবনা জেলা সেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা।
সরকারি বুলবুল কলেজের সাবেক ভিপি ও জেলা সেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল আজিজের নেতৃত্বে আজ শনিবার সকালে পাবনার সদর উপজেলা চর-আশুতোষপুর মজিব বাঁধের নিচে কৃষকদের ক্ষেত থেকে ধান কেটে ঘরে তুলে দেন তারা।
ভিপি আজিজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে এবং সারা বাংলাদেশের কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সিদ্ধান্তের কর্মসূচি হিসেবে বর্তমানে দেশে ইরি বোরো ধান কাটার মৌসুম শুরু হয়েছে। কৃষক ধান কাটার শ্রমিক সঙ্কটে পড়েছে। তাই সাধারণ কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে সেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা।
এসময় আরও উপস্থিত ছিলেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিটের শাখা ছাত্রলীগের সাবেক আহবায়ক সাজ্জাদ হোসেন বাপ্পি, সুজানগর সেচ্ছাসেবক লীগ সাইদুল, ঈশ্বরদী উপজেলা সেচ্ছাসেবক লীগ সুজন ও সদর উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা বাবু, আনোয়ার, সামাদ, রেজাউর, মামুন ,মমিন, রিপন, জাকারিয়া, রনি, মতিউর, মইনুল, দুলাল প্রমূখ।
সেচ্ছাসেবকলীগের চর-আশুতোষপুরে ধান কেটে দেওয়ায় ওই এলাকার কৃষকরা খুশি হয়েছেন। এসময় কৃষকরা বলেন, তারা রোজা থেকে আমাদের সাথে দেশের স্বার্থে ধান কেটে দিলেন। সত্যিই আমরা কৃতজ্ঞ বলেও জানান কৃষকরা।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ