পঁচা খেজুর গুদামজাত করার দায়ে ফরিদপুরে এক খেজুর ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অবস্থিত ফরিদপুর কোল্ড স্টোরেজ লি. (ফরিদপুর হিমাগার) এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম আফরোজ শাহীন খসরু।
জানা যায়, ওই হিমাগারে চট্টগ্রাম থেকে ১৩শ প্যাকেটে (প্রতিটিতে পাঁচ কেজি করে) মোট ছয় হাজার ৫শ কেজি খেজুর আনেন ফরিদপুর শহরের গোয়ালচামট সিংপাড়া এলাকার ব্যবসায়ী সতীশ কুমার সরকার। গোপনে এ অভিযোগ পেয়ে আদালত ওই হিমাগারে অভিযান চালিয়ে প্যাকেট খুলে মেয়াদোত্তীর্ণ পঁচা খেজুর পান। পরে ওই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেন।
ওই ব্যবসায়ী আমদানি করা খেজুর শহরে বাজারজাত করবেন না, চট্টগ্রামে মূল মালিকের কাছে ফেরত দিয়ে দেবেন এ অঙ্গীকার করায় যাবতীয় পঁচা খেজুর তার (ব্যবসায়ী) জিম্মায় রেখে আসেন আদালত।
নির্বাহী হাকিম আফরোজ শাহীন খসরু বলেন, ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় ওই ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন