করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৩০০ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলা আনসার ও ভিডিপি'র আয়োজনে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ চত্বরে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি তেলসহ সাবান ও মাস্ক দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, জেলা আনসার কমান্ড্যান্ট সেলিমুজ্জামান, ভাইস চেয়ারম্যান রাসেল রেজা ও রেখা পারভীন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পিযুষ কুমার ঘোষ, ময়না ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম, প্রশিক্ষক মো. অহিদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের দলনেতারা।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ