২৯ মে, ২০২০ ০২:৩৪

সিরাজগঞ্জে করোনা উপসর্গ নিয়ে শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে করোনা উপসর্গ নিয়ে শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জের কাজিপুরে করোনা উপসর্গ নিয়ে আবুল কালাম আজাদ (৫৫) নামের এক মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের বয়রাবাড়ী গ্রামে প্রশাসনের সহযোগিতায় তাকে দাফন করা হয়। মৃত আবুল কালাম আজাদ বয়রাবাড়ী গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও চট্টগ্রামের আমিন জুটমিলের শ্রমিক।

স্থানীয়রা জানান, গত ২৪ তারিখে আবুল কালাম চট্টগ্রাম থেকে নিজ বাড়িতে আসেন। গত ২৭ তারিখে তিনি সিরাজগঞ্জের মেডিএইড ক্লিনিকে চিকিৎসার জন্য যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তার ভিতর করোনার উপসর্গ লক্ষ্য করলে তাকে টেস্ট করাতে বলেন। নমুনা টেস্ট না করিয়ে তিনি বাড়িতে চলে যান। এ অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান। কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, করোনা উপসর্গ নিয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। দাফনে একটু সমস্যা হলেও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দাফন করা হয়েছে। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর