৩১ মে, ২০২০ ১৯:৫০

পাংশায় ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

রাজবাড়ী প্রতিনিধি:

পাংশায় ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

রাজবাড়ী পাংশা উপজেলা পর্যায়ের ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের ছেলে জেলা আওয়ামীলীগের সদস্য মো. আশিক মাহমুদ মিতুল।

সভায় বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. এ এফ এম শফিউদ্দিন পাতা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালার উদ্দিন বিশ্বাস, বিশিষ্ঠ ব্যবসায়ী নাজমুল কাদের সবুজ, অশোক কুমার প্রমুখ। 

ব্যবসায়ী নেতারা বলেন, ১০ই মে (রবিবার) থেকে সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে এমন সিধান্তে তারা বেশ বিনিয়োগ করে। কিন্তু দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখলেও পাংশা উপজেলাতে উপজেলা প্রশাসন, পাংশা থানা পুলিশ সহ ছাত্রলীগ, যুবলীগকে সাথে নিয়ে জিল্লুল হাকিম পুত্র ব্যবসায়ীদের পাশে থেকে যেভাবে সহযোগিতা করেছেন সেটা স্মরণীয় হয়ে থাকবে। হঠাৎ ব্যবসা বন্ধ করে দিলে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হতো বলে অভিমত ব্যক্ত করেন ব্যবসায়ীরা।  

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করেছি সরকারী সিধান্ত বাস্তবায়ন করতে। তবে ব্যবসায়ীদের সহযোগিতার পাশাপাশি ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা যেভাবে মাঠে কাজ করে ব্যবসায়ীদের সহযোগিতা করছে সেটা সত্যিকার অর্থেই প্রশংসার দাবী রাখে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর