৩ জুন, ২০২০ ০১:৫৫

নেত্রকোনায় অটোরিক্সা ও মহেন্দ্র সংঘর্ষে একজন নিহত, আহত ২

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় অটোরিক্সা ও মহেন্দ্র সংঘর্ষে একজন নিহত, আহত ২

নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে ব্যাটারি চালিত অটোরিক্সা ও মহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার যাত্রী মোঃ আব্দুল জলিল (৫৫) ঘটনা স্থলেই নিহত হন। এসময় অটোরিক্সার চালক ইসহাক ও অপর একজন যাত্রী আহত হয়েছেন। 

নিহত আব্দুল জলিল উপজেলার শালদিঘা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবের প্রাথমিক বিদ্যালয়ের সামনে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত আঃ জলিল অটোরিক্সা যোগে পূর্বধলা থেকে শ্যামগঞ্জ আসছিলেন। পথিমধ্যে উপজেলার মহিষবের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মহেন্দ্রর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আব্দুল জলিল ঘটনাস্থলেই মারা যান। অটোরিক্সার চালক ইসহাক মিয়া ও অপর একজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর পরই উত্তেজিত জনতা প্রায় ২ ঘণ্টা সময় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কের উভয় পাশে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর এনামূল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর