ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইউসুফ (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আবু তাহের ওরফে সাজল (৫২) নামের অপর এক শ্রমিক আহত হন। তাকে মুমূর্ষু অবস্থায় বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার সকালে বোরহানউদ্দিন উপজেলার ফুলকাচিয়া গ্রামে নীরব চেয়ারম্যানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে শ্রমিকরা একটি রেইনট্রি গাছ কাটছিলেন। এক পর্যায়ে গাছটি গিয়ে পাশ্ববর্তী বিদ্যুতের তারের উপর পড়ে তার ছিড়ে যায়। এতে ইউসুফ ও আবু তাহের বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই ইউসুফ মারা যান। মুমূর্ষু অবস্থায় আবু তাহেরকে বোরহানউদ্দিন হাসপাতালে নেয়া হয়।
বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন