ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া দুজনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। দুপুর দেড়টার সময় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাসিরনগর আমলী আদালত ব্রাহ্মণবাড়িয়া মো. জাহিদ হোসাইন তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
এ সময় মিহির দেব ও নিহারেন্দু চক্রবর্তীর পক্ষে শুনানি করেন ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী কামরুজ্জামান মামুন। তিনি জানান, জামিন অযোগ্য ধারা হওয়ায় আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, করোনাভাইরাস ও ধর্মীয় উপাসনালয় নিয়ে দু'জন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দিয়েছে। এলাকায় এ নিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো। তাই তাদের আইনের আওতায় আনা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার